ঢাকা (রাত ২:৩৬) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড়লেখার যুবক ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock শনিবার সন্ধ্যা ০৬:৩৫, ২১ নভেম্বর, ২০২০

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আঞ্চলিক মহাসড়ক থেকে মাদক বিরোধী সেলের একটি দল অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছ পুলিশ। আটককৃত মো. হোসাইন আহমদ (২৭) পিতা বিলাল উদ্দিন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের বিলাল মিয়ার ছেলে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সোয়া ৮টায় বিয়ানীবাজার থানাধীন বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বের খালি জায়গায় এ অভিযান চালানো হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হোসাইনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় মাদক বিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এ অভিযান চালায়। এ সময় মো. হোসাইন আহমদের দেহ তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় সে বহুদিন যাবত ইয়াবা ব্যাবসার সহিত জড়িত। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান বলেন, আইজিপি’র নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেটে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরো বৃদ্ধি করা হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT