ঢাকা (সকাল ৮:৩৮) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বোরহানউদ্দিনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ পুলিশ ও আ’লীগের বাধায় স্থগিত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock সোমবার রাত ০২:২১, ২৯ আগস্ট, ২০২২

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে; কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ পুলিশ ও আ’লীগের বাধায় স্থগিত হয়ে গেছে।

এদিকে পুলিশি বাধায় রোববার (২৮ আগস্ট) নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেননি বিএনপি’র বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে কর্মসূচিতে অংশ নিতে রওয়ানা দিলে ভোলা শহরের যুগিরঘোল এলাকায় পুলিশের বাধায় নিজ নির্বাচনী এলাকায় যেতে পারেননি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম অভিযোগ করেন, বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল করতে; গতকাল শনিবার থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন। আ.লীগ নেতাকর্মীরা হেলমেট পরে প্রকাশ্যে পুলিশের সামনে অস্ত্র ও লাঠি নিয়ে মিছিল করছে। তিনি বলেন; বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিলেও পুলিশ কোনো সহযোগীতা করছে না। এটি হতে পারে না।

এদিকে সকাল থেকে বিএনপি ও আওয়ামী লীগকে মুখোমুখী অবস্থানে থাকতে দেখা গেছে। এতে টান টান উত্তেজনাকর পরিস্তিতি সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ মেতায়েন করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে; আইনশৃঙ্খলা পরিস্তিতির অবনতির আশঙ্কায় সমাবেশস্থলে যেতে দেওয়া হয়নি সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমকে।

এদিকে সমাবেশ ঘিরে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় বিএনপি-আ’লীগ মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT