ঢাকা (দুপুর ১:০৩) বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেড়েই চলছে আত্মহননের প্রবণতা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৩৯, ১ সেপ্টেম্বর, ২০২২

২৩ আগস্ট বিকেল; রাজধানীতে ১২ তলা অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন হলিক্রস স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থী। তার ঠিক দুইদিনের মাথায় উত্তরায় ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

পরিসংখ্যান বলছে, শুধু আগস্টেই ঢাকা বিভাগে আত্মহত্যা করেছেন ২০ জনের বেশী, যাদের অধিকাংশই নারী। এ ধরনের ঘটনায় পরিবার মামলা করেতে না চাওয়ায়; বেশিরভাগ ক্ষেত্রেই বাদি হয়ে মামলা করে পুলিশ।

গত ৫ বছর ধরে দেশে বেড়েই চলছে আত্মহননের ঘটনা। বিভিন্ন সংগঠনের তথ্য উপাত্তে দেখা যায়, ২০১৭ সালে যেই সংখ্যাটা ছিলো ১০ হাজারের মত, ৩ বছরের মাথায়ই তা বেড়ে হয় প্রায় সাড়ে ১৪ হাজার।

মানবাধিকারকর্মী নূর খান মনে করেন, পারিবারিক কলহ, মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজ ব্যবস্থায় পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে আত্মহননের ঘটনা বাড়ছে।

এ বছরের প্রথম ৭ মাসে ধর্ষন, যৌন হয়রানি ও পারিবারিক নির্যাতনে শুধু ঢাকাতেই ৭১ জন নারী আত্মহত্যা করেছেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT