ঢাকা (সকাল ১১:১৪) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock মঙ্গলবার দুপুর ০১:৩৭, ১৭ নভেম্বর, ২০২০

সিলেটের কুমারগাঁও পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অগ্নিকাণ্ডে পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই গ্রিডে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসেরও একাধিক টিম আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যিশু তালকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৭টি টিম ঘটনাস্থলে আসে। প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে বিদ্যুৎ কেন্দ্রর দুটি স্থানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  বিদ্যুৎ কেন্দ্রে মেশিনের ভেতরে থাকা তেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT