বিজয়ের মাসে অনুষ্ঠিত হলো বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল খেলা
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার রাত ১০:৫৩, ১০ ডিসেম্বর, ২০১৯
আবু ইউসুফ, নওগাঁ: নওগাঁর সাপহার সীমান্তে অনুষ্ঠিত হয়ে গেল বিজিবি ও বিএসএফ’র মধ্যে পিস পার্টনার প্রীতি ভলিবল টুর্নামেন্ট। মহান বিজয় মাস উপলক্ষ্যে বিজিবি’র ১৬ ব্যাটালিয়নের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিন পাতারী এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের ১৬ বিজিবি, ভারতের ৬০ বিএসএফ ও ১৪১ বিএসএফ এর সদস্যদের সমন্বয়ে দুটি গ্রুপে ৪ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৩-১ সেটে গ্রুপ-২, গ্রুপ ১ কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলা দেখতে মাঠে ছিলো স্থানীয়দের উপচে পড়া ভীর। টুর্নামেন্টে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম পিএসসি এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ৬০ বিএসএফ’র সহকারী অধিনায়ক এস-ই. দিলজাত সিংহ।
খেলা শেষে আলাদা বক্তব্যে- বিজিবি-বিএসএফ তথা ভারত বাংলাদেশের সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরো সুদৃঢ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।