ঢাকা (সন্ধ্যা ৭:০৩) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাঘারপাড়ায় নৌকা-আনারস প্রতীকের কার্যালয়ে ভাংচুর,পাল্টপাল্টি অভিযোগ

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock শনিবার বিকেল ০৪:০৩, ৫ ডিসেম্বর, ২০২০

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে ফের পাল্টাপাল্টি নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ও রাত ৮টার দিকে যথাক্রমে আনারস ও নৌকা প্রতীকের কার্যালয় ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষেই পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে বাঘারপাড়া জুড়ে।

তবে পুলিশ বলছেন পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বহরমপুরে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। এর পর রাত ৮টার দিকে ওই এলাকার ছোট মহরমপুরে নৌকা প্রতীকের কার্যালয় ভাংচুর হয়।  এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর দেবর ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুলের দাবি, ছোট বহরমপুর নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে আনারস প্রতীকের সমর্থকরা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ অধিকারীর ছেলের নেতৃত্বে এ হামলা চলে। এ সময় তাপস নামে নৌকা প্রতীকের এক কর্মীর বাড়ির বিছালিতে আগুন দিয়ে ভীতি সৃষ্টি করা হয় বলেও তিনি অভিযোগ করেন।এদিকে, আনারস প্রতীকের প্রার্থী দিলু পটোয়ারী অভিযোগ করেন, নৌকা প্রতীকের কর্মী শামছুর ছেলে রোমানের নেতৃত্বে আনারস প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে।

আনারস প্রতীকের বিজয় নিশ্চিত জেনে নৌকা প্রতীকের লোকজন উদ্দেশ্যমূলকভাবে একের পর এক হামলা-ভাংচুরের ঘটনা ঘটিয়ে আসছে’। বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, নৌকা প্রতীকের পক্ষে মামলা করতে তাদের (নৌকা প্রতীকের) প্রতিনিধি থানায় এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT