ঢাকা (সন্ধ্যা ৬:৫৩) সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বঙ্গবন্ধু অর্থনীতিকে সুদৃঢ় করতে সমবায়কে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিলেন-জেলা প্রশাসক

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock শনিবার দুপুর ০৩:০৩, ৭ নভেম্বর, ২০২০

মৌলভীবাজার জেলায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আজ ৭ নভেম্বর উদযাপন করা হয়েছে।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উপলক্ষ্যে আজ ০৭ নভেম্বর  যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক জেলা প্রশাসন, মৌলভীবাজার জেলা সমবায় বিভাগ, মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলার সমবায়ীবৃন্দের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট, মৌলভীবাজার এর অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সমবায়ের গুরুত্ব উপলব্ধি করেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ় করতে সমবায়কে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিলেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমবায়কে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বর্তমান সরকার দেশে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সমবায় বিশেষ ভূমিকা পালন করতে পারে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT