ঢাকা (রাত ৪:০৪) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৮:১৮, ৬ ডিসেম্বর, ২০২০

কুড়িগ্রামের উলিপুরে জঙ্গীবাদ,মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন সরকার,  নিমাই সিংহ, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সোহরাব আলী মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা,এমডি ফয়জার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT