ঢাকা (ভোর ৫:৪৩) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ফজরের নামাজ দুই রাকাত হওয়ার কারণ

হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট হাফিজ মাছুম আহমদ দুধরচকী,সিলেট Clock সোমবার দুপুর ০৩:৩৭, ১৪ সেপ্টেম্বর, ২০২০

প্রশ্নঃ- নামাজসমূহ ২/৩/৪ রাকাত হইবার কারণ কি?

উত্তরঃ- হযরত আদম আলাইহিসসালাম বেহেশত হইতে দুনিয়ায় পতিত হইবার পর যখন রাত্রির অন্ধকার আসিয়া উপস্থিত হইল, তিনি ভীত হইলেন। কারণ, তিনি তৎপৃর্বে কখনও অন্ধকার দেখেন নাই। তারপর রাত্রির অন্ধকার অপসারিত হইয়া যখন প্রভাতের আলো প্রকাশ পাইল, তখন তিনি খোদাকে কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক দুই রাকাত শোকরানা নামাজ পড়িলেন। প্রথম রাকাত রাত্রির অন্ধকার বিদূরিত হইবার জন্য ও দ্বিতীয় রাকাত ভোরের আলো প্রকাশ পাইবার জন্য পড়িয়াছিলেন। উহা তিনি শোকরানা স্বরূপ পড়িয়াছিলেন। পড়ে উহা তাঁহার প্রতি ফরজ হইয়াছিল। ( তানবিরুল কলুব)

মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।

 

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT