ঢাকা (সকাল ১১:০১) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার ভুয়া নোট ফেসবুকে ভাইরাল

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:০০, ৩ সেপ্টেম্বর, ২০১৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ১০০ টাকার একটি নোট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। নোটটি মূলত বাংলাদেশ ব্যাংক থেকে ছাপানোর উদ্যোগ নিয়েছে বলে জানা গেলেও এটি সম্পূর্ণ ভুয়া সংবাদ ।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে নোট ছাপানোর কোন উদ্যোগ নেয়া হয়নি বলে মেঘনা নিউজকে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও এমন ভুয়া নোট দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক প্রচলিত নোট ও কয়েনের পাশাপাশি স্মারক নোট ও মুদ্রা বাজারে ছাড়ে। লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন বাজারে ছাড়া হয়েছে। আবার দেশের বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এখন পর্যন্ত ছয় ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আর স্মারক কয়েন তৈরি করেছে ১২ ধরনের।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT