ঢাকা (দুপুর ১:৪২) রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

প্রতিটি বাড়ির সদস্যদের মাস্ক নিশ্চিত করতে সাপাহারে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ

গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) Clock সোমবার দুপুর ০৩:১১, ১২ এপ্রিল, ২০২১

নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার ১ নং সদর ইউনিয়নের প্রতিটি বাড়িতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বাড়ি বাড়ি মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ৭ টায় বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনা অনুযায়ী উপজেলার সদর ইউনিয়নের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা রোধ করতে প্রতিটি বাড়ির জনগনের মাস্ক নিশ্চিত করতে মাস্ক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগলীগের সভাপতি নইমদ্দীন, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সেলিম, ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা, কলেজ শাখার আহব্বায়ক বিপ্লব কর্মকার, ইউপি সচিব মহিদুল হক, ইউপি সদস্য-সদস্যা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণের উদ্বোধনী শেষে ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, করোনার দ্বিতীয় ধাপে ইউনিয়ন পর্যায়ে সংক্রমণ বিস্তার বোধে ইউপি সদস্য-সদস্যা, উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দের উদ্যোগে ৯ টি ওয়ার্ডে ৩৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এবং সকাল থেকে ইউনিয়নের তাজপুর, নুরপুর, ফুরকুটিডাঙ্গা, বৈদ্যপুর, বিদ্যানন্দী ও পিছলডাঙ্গায় বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া ইউনিয়নে একযোগে ৯ টি ওয়ার্ডে ইউপি সদস্য-সদস্যাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম কমিটির নেতা-কর্মীদের সহযোগীতায় বাড়ি বাড়ি মাস্ক বিতরণ করা হয়।

এসময় প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাস্ক তুলে দেওয়া হচ্ছে। সাপাহার সদর ইউনিয়নের উদ্যোগে এরকম সেবামূলক কর্মসূচী চলমান থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT