প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কামরুজ্জামান শাহীন,ভোলা বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০৩, ৩০ জুন, ২০২২
জাতীয় দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইন পোর্টালে গত ২৮,২৯ ও ৩০ জুন সংখ্যায় “ ইউপি সদস্যের বিরুদ্ধে যুবককে ১৫ ঘন্টা আটকে রাখার অভিযোগ ও ইউপি সদস্যের বন্দিশালায় আটক যুবককে ১৫ ঘন্টা পর মুক্তি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।
মূলতঃ গত ২৭ জুন রাতে এওয়াজপুর ২ নং ওয়ার্ডের আবু তাহেরের বাড়িতে শাহীন নামের এক যুবককে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয়রা আটক করেন। পরে স্থানীয়রা আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়ির অভিভাবক সাজু বেগমকে জিজ্ঞাসা করলে সে অনৈতিক কাজের কথা অস্বীকার করেন। তখন আমি স্থানীয়দের কাছে আটক যুবক শাহীনকে ডেকে এনে পরিবারের জিম্মায় ছেড়ে দেই।
কিন্তু কিছু কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ীকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ মিথ্যা সংবাদ প্রচার করেন।
আমি এ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মনগড়া সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।