ঢাকা (রাত ৯:০০) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়ে পৌর ও উপজেলা আ.লীগের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ১০:২১, ৯ জানুয়ারী, ২০২১

৩০ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচন এ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করবে জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ।শনিবার (৯ জানুয়ারি) দুপুরে এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের হল রুমে পৌর ও উপজেলা আ.লীগের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আজহার আলী রাজার সঞ্চালনায় উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি  জাফর আলী,বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, ২৭ কুড়িগ্রাম-৩ আসনের জাতীয়  সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

অন্যান্যেদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার,আসন্ন উলিপুর পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মামুন সরকার মিঠু,আ.লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, আব্দুল মজিদ হাড়ি, অধ্যক্ষ আহসান হাবীব রানা,সম আল মামুন সবুজ,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলা,ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসোপানে উন্নত হয়েছে।এর ধারাবাহিকতা এই উন্নয়নকে আরো তরান্বিত করতে উলিপুর পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনীত মেয়র পদে মোঃ মামুন সরকারকে নৌকা প্রতীক দিয়েছে।এ জন্য আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত উলিপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক বিজয়ী করতে পৌর,উপজেলা আ.লীগ ও এর অংঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতা কর্মীদের একসাথে কাজ করার আহবান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT