ঢাকা (রাত ৪:৫৮) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

পৌরসভার নির্বাচনে ধানের শীষ প্রতীকের ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ০৯:৩০, ১৬ জানুয়ারী, ২০২১

বর্তমান সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানাতে গৌরীপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে মো. আতাউর রহমান আতাকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

তিনি শুক্রবার (১৫ জানুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা’র কয়েকটি নির্বাচনী পথসভায় এ আহবান জানান।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের নেতাকর্মীরাই সরকারের অন্যায়-অত্যাচার, নির্যাতন-নিপীড়নের গুমর ফাঁস করছে। দেশে গণতন্ত্র নেই, চলছে দুঃশাসন। মানুষের অধিকার হরণ করা হয়েছে। এই দুঃশাসনের প্রতিবাদ জানাতে ধানের শীষে ভোট দিন।

নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কোয়াছম উদ্দিন। বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, যুগ্ম আহবায়ক ও জেলা কৃষক দলের আহবায়ক আবুল বাশার আকন্দ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক সামছু, সিনিয়র সহসভাপতি মাফুজুর রহমান মাফুজ, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, পৌর যুবদলের সাবেক আহবায়ক সুজিত কুমার দাস, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নিহাত সালমান ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT