ঢাকা (রাত ৩:৩৯) সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News দাউদকান্দিতে বিএনপির উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস পালিত Meghna News দেশব্যাপী আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত Meghna News লোহাগড়া পৌর যুবদল নেতা সাইফুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত Meghna News ছাত্রশিবির নেতা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ২৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন Meghna News ড. ইউনুসকে প্রধান করে আইসিসিতে ৬৩ জনের বিরুদ্ধে মামলা Meghna News সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে ফেলার অভিযোগ Meghna News শুধুমাত্র নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি -সিলেটে সার্জিস আলম Meghna News চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১,আটক ৪ Meghna News ৬০ শতাংশের বেশি বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে আদানি Meghna News পাকিস্তানের রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ১৩

পরিচয় মিলেছে ভোলার মেঘনায় উদ্ধারকৃত অজ্ঞাত লাশের

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০২:০৮, ১০ সেপ্টেম্বর, ২০২২

ভোলার তজুমদ্দিন মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের প্রাথমিক পরিচয় মিলেছে। তার নাম মো.অহিদুর রহমান প্রান্ত (২২)। তিনি চাঁদপুর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা ছিলেন। চাঁদপুর পৌরসভা বড় স্টেশন, রেলওয়ে ক্লাব রোডের জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের ছেলে সে।

জানা গেছে, নিখোঁজের দু’দিন পর গত সোমবার (৫ সেপ্টেম্বর) মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে তার লাশ উদ্ধার করে; ভোলার তজুমদ্দিন কোস্ট গার্ড সদস্যরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই দিন ময়নাতদন্ত শেষে ভোলা আঞ্জুমানের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। তারা লাশটি দাফন করেন।

বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় এই সংবাদ প্রকাশের পর নিহতের স্বজনরা পরিধেয় বস্ত্র ও সংগ্রহকৃত আলামত দেখে অহিদুর রহমান প্রান্তকে সনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে কেউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান প্রান্ত। পরে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে খুঁজে পাওয়া যায়নি তাকে। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে গত সোমবার চাঁদপুর সদর মডেল থানায় তার বাবা মাহবুবুর রহমান একটি সাধারণ ডাইরি করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, প্রাথমিকভাবে নিখোঁজ ওয়াহিদুর রহমান প্রান্তর সঙ্গে লাশের মিল আছে। এখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT