ঢাকা (রাত ১০:২০) বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

নড়াইলে করোনা উপসর্গ নিয়ে ডা: ইয়ানুর হোসেনের মৃত্যু

ডা: ইয়ানুর হোসেন
ডা: ইয়ানুর হোসেন



করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি
মেডিকেল অফিসার ডা: মোঃ ইয়ানুর হোসেন গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। ডা: মোঃ ইয়ানুর হোসেন নড়াইল পৌরসভার মাছিমদিয়া
এলাকার মো: ইউনুস শেখের ছেলে। নড়াইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো
ডাক্তারের মৃত্যু হলো।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মশিউর
রহমান বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, ডা: ইয়ানুর হোসেন গত কয়েকদিন যাবত জ্বর,
শ্বাসকষ্ট, ও গলাব্যাথাসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ্য ছিলেন। বৃহস্পতিবার দুপুর
১টার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি
হন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১০ টার দিকে তিনি মারা যান। ডা: মোঃ ইয়ানুরের নমুনা
সংগ্রহ করা হয়েছে বলে জানান আরএমও ডা: মশিউর রহমান বাবু।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে ডা: ইয়ানুর স্ত্রী ও এক ছেলে
সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে জানাযা শেষে তাকে নড়াইল শহরের
আলাদাতপুরস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT