নিজস্ব প্রতিনিধি
বুধবার রাত ০২:৫৪, ২৬ মে, ২০২১
গভীর রাত্র
মোঃ বুলবুল হোসেন
গভীর রাত্রে কংক্রিট শহরে
মানুষের দুরুত্ব,
ইট পাথর শহরে বোঝা যায়
মানুষের অসহায়ত্ব।
কারো চাওয়া কোনো রকম
বেঁচে থাকার তাগিদ,
শখের বশে রাত্রি জাগে
ভাবুক ঐ চিন্তাবিদ।
রাত্র জেগে ভাবুক লেখকের
ভাবনাময় আকাশ,
কেউবা আবার সুখের খোঁজে
রাত্র জাগার অবকাশ।
সংগ্রাম করে বেঁচে থাকার
খুঁজে মানুষ বন্দর,
মিলেমিশে সবার জীবন
রাত্রি অতীব সুন্দর।