ঢাকা (সকাল ৯:৫৭) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভ

ঢাকা জেলা ২৫২৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock সোমবার দুপুর ০২:৪১, ৫ এপ্রিল, ২০২১

‘স্বাস্থ্যবিধি মানবো, দোকানপাট খুলব’ স্লোগানে নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন।

করোনা সংক্রমণ রোধে আজ থেকে দোকান বন্ধ রাখার প্রতিবাদে প্রায় চার-পাঁচ শ দোকান মালিক-কর্মচারী দফায় দফায় মিছিল করেন। পাঁচ মিনিটের জন্যে রাস্তা আটকে ছিল। তারপর আবার স্বাভাবিক হয়ে যায়।

গত বছরে তাদের ক্ষতির প্রসঙ্গ তুলে ধরে কয়েকজন দোকান কর্মচারী বলেছেন, এবারও যদি লকডাউনের সমস্যায় পড়ি তাহলে তাদের ভিক্ষা করেও খাওয়ার উপায় থাকবে না।

সেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কাইয়ুম বলেন, ‘দোকান কর্মচারীদের কয়েকজন সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। আমরা তাদের আশ্বস্ত করায় তারা ঘটনাস্থল ছেড়ে যান।’

এর আগে, গতকাল দোকান বন্ধ রাখার নির্দেশনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানের দোকান মালিক-কর্মচারীরা।

সেদিন বিকেলে নিউমার্কেটের তিন রাস্তার মোড়ে শত শত দোকান মালিক ও কর্মচারী জড়ো হয়ে বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেন। স্বাস্থ্যবিধি মেনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা রাখার দাবিও জানান তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT