ঢাকা (রাত ৯:২৫) শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock মঙ্গলবার রাত ০৮:১৯, ১৪ জুলাই, ২০২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যার পানিতে ডুবে দেড় বছরের লামিয়া নামে এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে   উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায়। নিহত শিশু ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

জানা গেছে, চলতি বন্যায় প্লাবিত হয়েছে আলমগীর হোসেনের বাড়ি। উঠানের একটু উঁচু জায়গায় শিশুটিকে বসিয়ে রেখে মা হাবিবা বেগম বন্যার পানিতে কাপড় ধুতে যায়। এক সময় তার অগোচরে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। সেখানেই তার মৃত্যু হয়। কাপড় ধোয়ার পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চিৎকার করে খুঁজতে থাকে। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বল্লভেরখাস  ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT