ঢাকা (রাত ৩:৪৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নাগরপুরে বিদ্যুৎতায়িত হয়ে ২ সন্তানের জননীর মৃত্যু 

শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock বৃহস্পতিবার বিকেল ০৫:৫৪, ৬ মে, ২০২১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের পানান গ্রামের ২ সন্তানের জননী কমলা (৫০) বিদ্যুৎতায়িত হয়ে নিহত হয়েছে।

৬ মে বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০.৩০ মিনিটের সময় একই গ্রামের মেয়ের জামাইয়ের বাড়ির ঢেঁকির ঘরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়, এলাকাবাসী বলে।

উপজেলার পানান গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী কমলা (৫০) দাম্পত্য জীবনে ২ সন্তানের মা। ছেলে সৌদি প্রবাসী ও এক মেয়ে একই গ্রামে বিয়ে হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার  সকালে ঢেঁকিতে সাদা পাতা কুটতে (গুড়া) করতে যায় মেয়ের বাড়ি। ঢেঁকির ঘরে দরজায় হাত দিয়ে আর হাত সরতে পারেনি। দরজা ধরেই দাঁড়িয়ে ছিল কমলা। মেয়ে ও পাশের বাড়ির লোক এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে আরো জানা যায়, আগে থেকেই সম্পুর্ন ঘর বিদ্যুৎতায়িত, আজ সকালে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসের লোক এসে খুটির তার লাগিয়ে দিয়ে গিয়েছেন। এ ঘটনার পর তারা আবার এসে মিটার খুলে নিয়ে গিয়েছে বলে জানা যায়।

শোকে স্বজনদের কান্নায় এলাকার আকাশ ভারি হয়ে উঠেছে।

এ বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়টি আমার অজানা, আমি বিষয়টি জেনে দেখি।

এ বিষয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তুষার বলেন, কমলাকে মৃত অবস্থায় আমাদের কাছে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি ওনি মৃত।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT