ঢাকা (রাত ৪:০৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নওগাঁয় পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু 

আবু ইউসুফ,নওগাঁ আবু ইউসুফ,নওগাঁ Clock রবিবার রাত ০২:০৫, ৩১ অক্টোবর, ২০২১

নওগাঁয় পুকুরের পানিতে গোসল করতে নেমে ভাই-বোনসহ একই সাথে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বেলা ২টায় আরজি নওগাঁর নামা শেরপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৃত চার শিশু হলো, ওই এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (১০)।

স্থানীয়রা জানান, দুপুরে একই সাথে ওই চার শিশু পুকুরে পানিতে গোসল করতে নামে। পরে তাদের ফিরতে দেরি হলে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে ওই পুকুরে জাল দিয়ে খুজতে থাকলে পরপর ওই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পরে তাদেরকে সদর হাসাপাতালে নিলে কতর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এদিকে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের অ-জানতে তারা পুকুরে গোসল করতে নামলে এই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT