ঢাকা (ভোর ৫:১৯) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১১:০৪, ১৪ জুলাই, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ দক্ষিণপাড়া গ্রামের, একটি বাড়ির উঠান থেকে একটি প্লাস্টিকের মধ্যে থাকা ৯ বোতল ভারতীয় অফিসার চয়েস (৭৫০ মিলিলিটার) মদ, গতকাল বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।

ধর্মপাশা থানার এসআই সুমন চন্দ্র দাস আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত নয়টার দিকে বলেন,উপজেলার  সদর ইউনিয়নের কামলাবাজ দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো.আরমান মিয়া (২৫) ওরফে টেম্পু, তার নিজ বাড়ির উঠানে মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অন্তরপুর গ্রামের মাদকব্যবসায়ী, হারুন মিয়া (৩২)কে নিয়ে বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে, সেখানে মাদক বেচাকেনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন রাত পৌনে ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযান টের পেয়ে ওই দুজন মাদকব্যবসায়ী প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ৯ বোতল ভারতীয় মদ ফেলে রেখে, সেখান থেকে তারা দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় থানার এসআই পাপন চন্দ্র দে বাদী হয়ে ওইদিন রাতেই ওই দুজন মাদক ব্যবসায়ীকে আসামি করে, বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT