ঢাকা (রাত ৪:১৪) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় ঝটিকা মিছিলের মূল হোতা ছাত্রলীগ নেতা গ্রেফতার Meghna News অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী Meghna News গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত Meghna News ফতুল্লায় গ্রেফতার হওয়া স্বপনের মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধর্মপাশায় সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ১০:২৭, ১ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা মধ্যবাজার সড়কে যানচলাচল বন্ধ করে দিয়ে আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে সুনামগঞ্জ ১ (ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসন রোকনের পক্ষ নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠান চলাকালে আধঘন্টারও বেশি সময় ধরে ওই সড়কের ওপর দিয়ে স্বাভাবিক যান চলাচল বন্ধ ছিল।

সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র, এবং দলীয় নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজ পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.নায়েব আলী। পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হাই তালুকদার, ফখরুল ইসলাম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একরাম হোসেন, মধ্যনগর ৮২গ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন,গাছলতা বাজার বনিক সমিতির সভাপতি এরশাদ আকন্দ, ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে স্থানীয় একটি কুচক্রী মহল হয়রানি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওই দুজনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানোসহ নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ছাড়া দলীয় নেতাকর্মীদের অযথা হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধেরও দাবি জানানো হয়।

যানবাহনের চালকেরা ও এলাকার লোকজন জানান, বেলা পৌনে তিনটার দিকে এই অনুষ্ঠান শুরু হয়। আর এর পর থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সোয়া তিনটা পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ অবস্থায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় যানবাহনের চালক ও যাত্রীদেরকে। স্থানীয় এক সাংবাদিক যানবাহন চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনের নজরে নিয়ে এলে তিনি সড়কে যান চলাচলের ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করেন।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বলেন, মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের উপস্থিতি অনেক বেশি ছিল। এতে করে সরু সড়কে জায়গা না হওয়ায় জটলা লেগে যায়। এ অবস্থায় আধা ঘন্টা নয়, পাঁচ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে গেছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT