ঢাকা (সকাল ৭:৪৯) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা;গ্রেপ্তার ১

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock মঙ্গলবার রাত ০২:৫৯, ৮ মার্চ, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ডোবাইল জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপর হামলা ও মারধর করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার ডোবাইল জলমহালের পশ্চিমপাড়ে এই হামলা ও মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওইদিন রাতেই মারধরে আহত তোফাজ্জল হোসেনের (২৫) বাবা ধর্মপাশা উপজেলার রাজাপুর আদর্শগ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নয়াব আলী (৭১) বাদী হয়ে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর উত্তরপাড়া গ্রামের মাহফুজ মিয়া (২২) ইয়াসিন (২৫) হিমেল (২৫) রিকন (২৪) বাঁধন সহ ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামি করে ধর্মপাশা থানায় এই মামলাটি করেছেন।

ধর্মপাশা থানা পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ডোবাইল জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপানাধীন। স্থানীয় জয়ধনা মৎস্যজীবি সমিতি ১৪২৭ বঙ্গাব্দ থেকে ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত ছয় বছরের জন্য এটি ইজারা পায়। দুই সপ্তাহ আগে পাশের মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের বাসিন্দা মাহফুজ মিয়ার (২২) নেতৃত্বে ১০/১৫জন ব্যক্তি ওই জলমহালটিতে জাল পেতে অবৈধভাবে সেখানে মাছ শিকারে যান। জলমহালটির ইজারাদারের নিয়োজিত পাহারাদারেরা এতে বাধা দেন। এ নিয়ে ইজারাদারের নিয়োজিত পাহারাদারদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।

গত রোববার সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর আদর্শগ্রামের কিশোর আনসার উল্লাহ (১৭) নিজেদের পরিবারের জন্য খাওয়ার মাছ সংগ্রহ করতে ডোবাইল জলমহালে যান। সেখান থেকে মাছ ধরে সে ডোবাইল জলমহালের পশ্চিমপাড়ে এলে মোহনগঞ্জ উপজেলার জৈনপুর উত্তরপাড়া গ্রামের মাহফুজ মিয়ার নেতৃত্বে ১০/১৫জন লোক আনসার উল্লাহর ওপর হামলা করে। তাকে এলোপাতাড়ি, কিল ও ঘুষি মারতে শুরু করে।

খবর পেয়ে আনসার উল্লাহর আপন মামা একই গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন (২৫) এবং একই ইউনিয়নের দুস্পর্কের আত্বীয় গাজীনগর গ্রামের মুন্না মিয়া (১৮), রহমতপুর গ্রামের ছুট্টু মিয়া (৩২) সেখানে ছুটে গিয়ে এতে বাধা দিলে তারাও মারধরের শিকার হন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলাকারীদের  একজন তোফাজ্জল হোসেনের পেট লক্ষ্য করে আঘাত করে। সেই আঘাত তার কোমরের ওপরের অংশে লাগে। এতে তিনি  মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশ থেকে মানুষজন ছুটে আসতে দেখে হামলাকারীগণ দ্রুত পালিয়ে যায়।

পরে বেলা তিনটার দিকে তাকে পুলিশ অভিযান চালিয়ে রিকন মিয়া নামে একজনকে আটক করে।

গুরুতর আহত তোফাজ্জলকে ওইদিন বেলা দেড়টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সাময়িক চিকিৎসা শেষে সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইদিন সন্ধ্যায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যান্যরা সাময়িক চিকিৎসা নিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধর্মপাশা থানার এসআই আরিফ রেজা বলেন, উপজেলার ডোবাইল জলমহালে মাছ ধরা নিয়ে হামলা ও মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রিকন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আাসমিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT