ঢাকা (সন্ধ্যা ৬:২৩) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock রবিবার রাত ০২:৩৩, ২৫ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে; মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের ধর্মপাশা উপজেলা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ধর্মীয় নেতা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্যব্যক্তিসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোশতানসির বিল্লাহ। প্রকল্পের প্রোগ্রাম অফিসার শান্তি দেবনাথ মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর হাসান, রাজেশ সিংহ, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান ও ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT