ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধে মৎস্য কর্মকর্তার অভিযান,দুটি নিষিদ্ধ ভিম জাল জব্দ
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) বুধবার রাত ১০:৫৩, ১০ নভেম্বর, ২০২১
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের পেছনে থাকা চন্দ্র সোনার থাল হাওরের ফসলরক্ষা বাঁধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে অভিযান চালিয়ে সেখান থেকে দুটি নিষিদ্ধ ভিম জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১০নভেম্বর) বিকেল পাঁচটার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব এই অভিযান পরিচালনা করেন।
মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব বলেন, ফসলরক্ষা বাঁধটির কিছু অংশ কেটে বেশ কয়েকদিন ধরে নিষিদ্ধ ভিম জাল পেতে মাছ শিকার চলে আসছিল। অভিযান চালিয়ে দুটি নিষিদ্ধ ভিম জাল জব্দ করা হয়েছে।অভিযান টের পেয়ে মাছ শিকারের কাজে নিয়োজিত ৪/৫জন জেলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হবে।