ঢাকা (রাত ৪:০০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ধর্মপাশায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock মঙ্গলবার ১২:১৭, ২৮ জুন, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ধুবালা গ্রামের বাসিন্দা প্রয়াত সুধারঞ্জন বাবুর ছেলে ও একই এলাকার বাসিন্দা শ্যামল দেবনাথ বাবুর ভাতিজা নির্মল দেবনাথ (৩০) এলাকার সম্মানী ব্যক্তি। ভালো ব্যবহারের কারণে নিজ এলাকা ও আশপাশের এলাকার মানুষজনদের কাছে খুব সুনাম রয়েছে।

স্থানীয় একটি অসাধু চক্র তাকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বদনাম দিয়ে তার বিরুদ্ধে অপহরন ও চাঁদাবাজি  অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি করার জন্য ঢাকায় আশোলিয়া এলাকার প্রতারক চক্রের প্রধান হোতা ও মুক্তিপন আদায়কারী হিসেবে চিহ্নিত করে একটি সাজানো ও বানোয়াট গল্প সাজায় একই গ্রামের প্রতিবেশী।

গাছতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলামের ছেলে শুভ (২০) কয়েকদিন আগে চাকরির উদ্দেশ্যে আশুলিয়া গেলে সেখানকার একটি প্রতারক চক্রের হাতে ধরা খেয়েছে বলে এলাকার অনেকেই জানে। আর এই বদনাম ছড়িয়ে দেওয়া হয় নির্মলের বিরুদ্ধে।

এলাকার সম্মানিত ব্যক্তি নির্মলকে জড়িয়ে (গত ২৬ জুন) বিজয় নিউজ নামের একটি অনলাইন পোর্টালে মিথ্যা ও ভিত্তহীন ও ভূয়া খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনাটি সরেজমিনে তদন্ত হলে বিস্তারিত জানা যাবে।

গাছতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দ্বীন ইসলাম বলেন, আমার সাথে কোন সাংবাদিকের কথা হয়নি, যেই ঘটনাটি ঘটেছে সেটা একটা ভুল বুঝাবুঝি ছিল। সেই বিষয়টা সামাজিকভাবে সমাধান হয়েছে। এই বিষয়টা নিয়ে আমার কোন আপত্তি নেই।

প্রকাশিত সংবাদে বক্তব্যের বিষয়ে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মোঃ মাফিজ আলীর সাথে কথা বলে জানা যায়, তারা বিজয় নিউজের ধর্মপাশা উপজেলা প্রতিনিধির সাথে এই ধরনের কোন মন্তব্য করেননি, বিজয় নিউজের প্রতিনিধি তিনি তার মনগড়া লিখা পত্রিকায় প্রকাশ করেছেন; এটা অন্যায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT