ঢাকা (রাত ১:০৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় নদীর পানিতে পড়ে গিয়ে সাতবছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock বুধবার সন্ধ্যা ০৭:৩০, ২০ অক্টোবর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিকজান উত্তরপাড়া গ্রামের পেছনে থাকা নদীর পানিতে ডুবে মীম আক্তার নামের সাতবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২০অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।মীম দিকজান উত্তরপাড়া গ্রামের কৃষক মিন্টু মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিকজান উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মীম আক্তার আরও দুজন শিশুকে নিয়ে আজ বুধবার সকাল ১০টার দিকে ওই গ্রামের পেছনে থাকা নদীটিতে নিজেরা ডিঙি নৌকারর বৈঠা চালিয়ে একই গ্রামের দক্ষিণপাড়ায় দিকে রওয়ানা হয়। খানিকটা জায়গা যাওয়া মাত্রই নৌকা থেকে মীম আক্তার বৈঠাসহ পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়।

স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে আজ সকাল ১১টার দিকে ওই নদী থেকে মৃত অবস্থায় শিশু মীমকে উদ্ধার করে।

উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT