ঢাকা (রাত ১১:২০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শনিবার সন্ধ্যা ০৬:৪৫, ১০ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ শনিবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এ ছাড়া বিক্ষোভ মিছিল ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে । এ উপজেলার স্কুল-কলেজে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সচেতন ছাত্র ছাত্রীরা এতে অংশ নয়। অবস্থান কর্মসূচি পালন করা শেষে নানা স্লোগান সংবলিত  ধর্ষবিরোধী এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে “নারীকে শুরু নারী নয়,মানুষ ভাবতে শিখুন’ এই বিষয়টিকে সামনে রেখে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গৌতম তালুকদার,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিপন আহমেদ,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর কবীর শান্ত,সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমেদ প্রমুখ।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT