ঢাকা (রাত ১০:৫০) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ধর্মপাশায় জলমহালের তলা শুকিয়ে মাছ শিকার করায় একজনকে কারাদণ্ড প্রদান

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock বৃহস্পতিবার ১২:২৪, ২৪ মার্চ, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের লুচনী জলমহালে দুটি শ্যালোমেশিন বসিয়ে পানি সেচে ওই জলমহালটির তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকার করায় সৈয়দ নূর (৪০)নামের এক ব্যক্তিকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি পাশের তাহিরপুর উপজেলার দুর্লভপুর গ্রামে।

বুধবার (২৩মার্চ) বেলা দুইটার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রেদুয়ানুল হালিম এই আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার এএসআই কিম্মত আলী মীর, চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা আলী আজগর, রুবেল   মিয়া, মনফর আলী প্রমুখ।

সহকারি কমিশনার(ভূমি) বলেন, শ্যালোমেশিন দিয়ে জলহালের তলা শুকিয়ে অবৈধভাবে মাছ শিকারের ঘটনায় জড়িত থাকার সত্যতা পাওয়ায় ওই ব্যক্তিকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে মধ্যনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT