ঢাকা (রাত ৩:০৬) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা

মোবারক হোসাইন ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন ধর্মপাশা,সুনামগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৬:৫৭, ১৮ অক্টোবর, ২০২০

ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স না থাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারের আলী আকবর (৫৫) নামের  এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানকালে বাদশাগঞ্জ বাজারে সড়কে দুই পাশ দখল করে অস্থায়ী দোকান নির্মাণ করে ব্যবসা সংক্রান্ত কাজ করে আসা ব্যবসায়ীদেরকে কে ওই বাজারের স্ব স্ব মহালে ফিরে যাওয়াসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া বাজার বনিক সমিতির কার্যকরী কমিটির সকল সদস্যরদেরকে বাজারটির প্রতিটি মহাল অনুযায়ী দোকানদার বসার জন্য পরামর্শ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু তালেব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই মাসুম আহমেদ,বাদশাগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য মো.রতন মিয়া প্রমুখ।

সহকারি কমিশনার (ভূমি)মো.আবু তালেব বলেন, বাজারের বনিক সমিতির সদস্যদের সঙ্গে ওই বাজারটির সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT