ঢাকা (সকাল ১০:৫৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দেশে চতুর্থ শিল্পবিল্পব ঘটেছে:-কুমিল্লা জেলা ডিসি

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock মঙ্গলবার রাত ১১:২৮, ৭ জুন, ২০২২

দাউদকান্দি উপজেলার ইউনিয়ন পরিষদ সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সে, প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র সদিচ্ছার কারণে দেশে উন্নয়ন হয়েছে বলেই, এখন ভিক্ষুককে ১০ টাকা দিলে নিতে চায় না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার প্রয়োজন হলে, কারো কাছ থেকে টাকা ধার নিতে হয় না।

আগামীতে যুগোপযোগী দেশ গড়ার লক্ষ্যে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়তে হবে। বিভিন্ন ট্রের্ণিং নিয়ে যুবকরা আজ দেশ-বিদেশে ভালো আয় উপার্জন করছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে উপজেলা মিলনতায়নে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জেলায় প্রথমবারের মত শিক্ষার্থীদের জন্য ‘ফ্যাব ল্যাব’ এর উদ্বোধন করেন তিনি। এতে শিক্ষার্থীরা বিজ্ঞানবিষয়ক জ্ঞান অর্জন করে নিজেকে সাধারন শিক্ষার পাশাপাশি, রোবোটিকস বিজ্ঞানে জ্ঞান লাভ করবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT