ঢাকা (দুপুর ২:০২) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন

অর্থনীতি ২২০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:১২, ১২ মে, ২০২২

দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল বুধবার (১১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতন হয়। পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার, ইউনিট ও লেনদেনের পরিমাণ।

গতকাল দিনের লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। তবে এই ঊর্ধ্বমুখী ধারা বেলা সোয়া ১১টা পর্যন্ত অব্যাহত থাকে। এরপর থেকেই বদলে যেতে থাকে বাজারের চিত্র। একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখাতে থাকে। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে না পেরে বড় ধরনের পতন দিয়েই শেষ হয় দিনের লেনদেন।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও দাম কমেছে ৩২৩টির। আর ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে এক হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২২ কোটি ৩০ লাখ টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন হয়েছে ২৫ কোটি ৮০ লাখ টাকা। এতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ২০২ পয়েন্ট। লেনদেন অংশ নেওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দাম বাড়লেও দাম কমেছে ২৪৭টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT