ঢাকা (সকাল ৮:২০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দির শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান এম.এ জলিল

এইচএম দিদার,কুমিল্লা এইচএম দিদার,কুমিল্লা Clock শনিবার রাত ০২:৪৮, ১৫ জানুয়ারী, ২০২২

কুমিল্লা দাউদকান্দি উপজেলার শহীদনগর এম. জলিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার আবদুল মান্নান সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার এর কার্যালয়ে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শহীদনগর এম. জলিল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে মোট ১০ জন ভোটারের মধ্যে জন ভোট প্রদান করেন।

নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুল মান্নান ভোট পেয়ে (২০২২২৩) দুই বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য,গত জানুয়ারি বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০২ জন অভিভাবক ভোটারের মধ্যে ৫৩৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।ওই নির্বাচনে ইঞ্জিনিয়ার আবদুল মান্নানের প্যানেল থেকে জন পুরুষ জন মহিলা এবং অন্য প্যানেল থেকে জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মান্নান এক প্রতিক্রিয়ায় বলেন,শহীদনগর এম. জলিল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠাতা,দাতা এবং স্নেহময় ছাত্রছাত্রীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার মান পরিবেশের উন্নয়ন, শৃঙ্খলাবোধ তথা বিদ্যালয়ের সামগ্রিক উন্নতিকল্পে আমি আগামী দুই বছর  নিরলসভাবে কাজ করবো।

তিনি আরও  বলেন, এই জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা এবং পরামর্শ একান্ত অপরিহার্য। সবার সহায়তা পেলে আমাদের এই প্রাণের বিদ্যাপীঠকে বহুদূরে এগিয়ে নিতে সক্ষম হবোইনশাল্লাহ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT