দাউদকান্দি নিসচা’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ১০:২৬, ১৭ জানুয়ারী, ২০২২
নিরাপদ সড়ক চাই ( নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার গৌরীপুর আমিরাবাদ এলাকার গৃহহীন আশ্রয় প্রকল্পেরমানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।
নিরাপদ সড়ক চাই সংগঠনের দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেন, সদস্য সাংবাদিক মো: হানিফ খান, মো: অলি উল্লাহ ফকির, মো: ইব্রাহীম রাসেল, মো: ইব্রাহিম খলিল, মো: জাহিদ আলম ইমন ও মেহেমুদ চৌধুরী হেঁটে হেঁটে প্রতিটি ঘরে কম্বল পৌছিয়ে দেন।
প্রচণ্ড শীতের কষ্টে কাতর প্রতিবন্ধী আলী হোসেন কম্বল পেয়ে মুখে অকৃত্রিম হাসি। উপজেলার আমিরাবাদ ভূমিহীনদের আশ্রয় প্রকল্পে বসবাসরত এ প্রতিবন্ধী আলী হোসেন গত কয়েক দিনে শীতে বেশ কষ্টে দিন যাপন করছিলেন। অভাবের কারণে তার লেপ বা কম্বল কেনা সম্ভব হচ্ছিল না। সেখানে নতুন কম্বল হাতে পেলে তার খুশি দেখে কে? এমন খুশি, জলেখা বেগম, মাফিয়া বেগম ও হাজেরা বেগমের মত আরো অনেকেই।
কম্বল পেয়ে শীতার্তরা বলেন, এই শীতে একটি কম্বল কত প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া গরীব মানুষ ভালো জানে। নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যদের এভাবেই তাদের খুশির বর্ণনা দেন।