ঢাকা (রাত ৯:৪৫) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দিতে দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন করলেন ওসি মুহাম্মাদ আলমগীর ভূঞা

হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock সোমবার রাত ০১:১৮, ১৯ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেরশ্বর ইউনিয়নে শ্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিটেশ্বর ইউনিয়নের ৮টি পুজা মন্ডপের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিটেশ্বর ইউনিয়নের ৮টি পূজা মন্ডপ পরিদর্শনকালে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা পুজা কমিটির সংশ্লিষ্টদের পুজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্হাপনের জন্য অনুরোধ করেন।

বিটেশ্বর মলয় শ্রী শ্রী মা মনসাবাড়ী দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে ওসি বলেন,সারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীনউৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা আরও বলেন,সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিতকরা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।

এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার সেকেন্ড অফিসার এসআই হারিছুল হক, জাগো হিন্দু পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক লিটন সরকার বাদল, শ্রী শ্রী মা মনসা বাড়ীর যুব কমিটির সদস্য বাবু কাজল দাস, জাগো হিন্দু পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক তুষার ঘোষ সম্রাট, সাংবাদিক অসিম সরকার প্রমুখ।

উল্লেখ্য এবার দাউদকান্দি উপজেলায় সম্ভাব্য ৫০-৫২টি পুজামণ্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT