দাউদকান্দিতে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করলেন’ পিঁপড়ার পাল’ সংগঠন
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার রাত ০১:৫০, ৩ এপ্রিল, ২০২২
দুয়ারে রহমত, মাগফেরাত ও নাজাতের পয়গাম নিয়ে হাজির মাহে রমাদান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় কাটাবে মুসলিম উম্মাহ। তবে গরীব অসহায় মানুষগুলোর মুখে মুখে আঁকা বেদনার ছাপ। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশচুম্বী। তাই কীভাবে অন্ন যোগান দিবে এই রোজায়? এই চিন্তায় দিশেহারা অসহায় মানুষেরা।
এমন মানুষদের কথা ভেবে এগিয়ে এসেছে দাউদকান্দি পৌরসভার আর্তমানবিক সংগঠন ”পিঁপড়ার পাল”।
সংগঠনটির সভাপতি রুবেল সরকার ও সাধারণ সম্পাদক খন্দকার শাহজালাল পৌরসভার হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো—সয়াবিন তেল, পেঁয়াজ, ছোলা বুট, বেসন, মশুরির ডাল, চালসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য।
সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার শাহজালাল জানান, রমজান মাস উপলক্ষে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা পৌরসভার প্রায় ৫শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবো-ইনশাআল্লাহ।
তিনি আর্তমানবিক কাজে সহযোগিতা করার জন্য সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনটির সদস্যরা হলেন—সভাপতি রুবেল সরকার,সাধারণ, সম্পাদক শাহজালাল খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মোল্লা, ইমন মিয়া, শাহাদাত হোসেন, সহ-সভাপতি রাসেল প্রধান, ক্রিয়া সম্পাদক সাইফুল্লা খান, সদস্য পাবেল, মাসুম, নোমান, রাজিব মোল্লা, আসিফ,তন্ময়, রেজাউল, রবিউল সরকার বাবু, জাহিদুল ইসলাম বাবু, রিফান খন্দকার, সজিব খন্দকার, তামিম খন্দকার, জনি মোল্লা, সাজ্জাদ, রিপন, আবির ও সম্রাট প্রমুখ।
উল্লেখ্য, এই আর্তমানবিক সংগঠন পিঁপড়ার পাল যেকোনো দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন।