ঢাকা (দুপুর ১:৩৬) রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তীব্রযানযট, দূর্ভোগে নাকাল যাত্রীরা,  আট কিলোমিটার যেতে সময় লাগে ৫-৬ঘন্টা

Alauddin Islam Alauddin Islam Clock শনিবার সন্ধ্যা ০৭:০৭, ১৭ জুন, ২০১৭

আজ সারাদিন ধরে চলছে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কে তীব্রযানযট, গতকাল শুক্রবার থেকেই এই যানযটের সূত্রপাত। ঈদেন আগে এধরনের যানযট মানুষের দূর্ভোগের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।  কিছু গাড়ি চালকের বেপোয়ারা গাড়ি চালনা, অদহ্ম গাড়ি চালক ও মাঝে মাঝে রাস্তায় বড় বড় ভেহিকল নষ্ট হয়ে যাওয়াই যানযটের বড় কারণ বলে মনে করা হয়।  তবে রয়াল পরিবহনের গাড়ি চালক আলী আশরাফ মেঘনা নিউজকে জানান মেঘনা গোমতীএক্স সেতুর অনলাইন স্কেলে টিকেট কাটার ধ ধরুন এধরনের যানযট প্রায়ই লেগে থাকে, সরেজমিনে দেখা যাচ্ছে যে গতকাল (শুক্রবার), দাউদকান্দির কানকাড়া পর্যন্ত এ যানযট বিরাজমান।  রাস্তাটির দু’দিকেই গাড়ি দিয়ে ব্লক কোন গাড়িই এদিক সেদিক যেতে পারছেনা, তবে মাঝে মাঝে গাড়ি  থেমে থেমে চাকা ঘুরতে দেখা গেছে।

এদিকে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো আবুল কালাম বলেন। মেঘনা-গোমতী সেতুর অনলাইন ওয়েব বেইজড এক্সেল লোডের কারনে এ যানযট লেগে থাকে।  কারণ যাই থাকুক আমরা সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ করছি ঈদের আগে বা পড়ে যেন  এধরনের যানযট না থাকে।

প্রতিবেদক- মো আলাউদ্দিন ইসলাম।

ছবি ও তথ্য – মেঘনা নিউজ, ঢাকা – চট্রগ্রাম মহাসড় ( দাউদকান্দি)।

তারিখ- ১৭/০৬/১৭ ( শনিবার)




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT