ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে ফ্রি চুক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
শরিফুল ইসলাম,ঠাকুরগাঁও বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৪, ২৫ মার্চ, ২০২১
“মানবতার সেবায় আমরা স্বেচ্ছাসেবক দল” এই স্লোগানকে সামনে রেখে বাংলদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ফ্রি চুক্ষু ক্যাম্পের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মো: নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে ফ্রি চুক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী ।
বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএপির সহ-সভাপতি ওবাইদুল্লাহ মাসুদ,জেলা বিএপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান লাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক – মো. সোহেল রানা প্রমূখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন তাজু, ঠাকুরগাও জেলা বিএনপির স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, জেলা স্বেচ্ছাসেবক দলেরসহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন আজাদ, ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি – কাজী আজমগীর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক – মো. কামরুজ্জামান কামু, ঠাকুরগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক – মো. মাহবুব আলম,ঠাকুরগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক – মামুনুর রশিদ মামুন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপালের তত্বাবধানে ক্যাম্পে বিনামূল্যে দরিদ্র ও অসহায় রোগীদের চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, লেন্স স্থাপন সহ চোখের যাবতীয় চিকিৎসা প্রদান করা হয়।