ঢাকা (সকাল ৬:৪২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঠাকুরগাঁওয়ে সানজিদা নামে এক স্কুল ছাত্রী নিখোঁজ

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock শুক্রবার রাত ০১:০৫, ১৯ নভেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছে সানজিদা আক্তার শিলা(১৪) নামের এক স্কুল ছাত্রী। শীলা ঠাকুরগাঁও আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

গত মঙ্গলবার(১৬ নভেম্বর) সকাল ১১ টায় স্কুলে যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি মেয়েটি।

তবে নিখোঁজের তিনদিনে শিলার খোজ না মিললেও খরচের ভয়ে মেয়েটির পিতা তেমন কোনো তদারকি করছেনা বলে অভিযোগ করেছেন শিলার নানী মালেকা খাতুন। তিনি জানান, অসহায় মেয়েটি জন্মের বছর খানেক পরেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। এর পরে দুজনেই অন্যত্র বিয়ে করে। তখন থেকে শিশু শিলা নানীর কাছে থেকেই বড় হয়েছে।

মালেকা খাতুন জানান, স্কুল থেকে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফিরার কথা থাকলেও শিলা ফিরে না আসায় খোঁজ নিতে স্কুলে যায় তার নানী। স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে জানা যায় মেয়েটি স্কুলে গিয়েছিল। তবে স্কুলের হাজিরা খাতায় মেয়েটির উপস্থিতি ছিলোনা। সর্বত্র খোঁজ করে মেয়েটিকে না পাওয়ার পর তিনি থানায় একটি জিডি করেন।

এই বিষয়ে আমানতুল্লাহ স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, মেয়েটির নানী স্কুলে এসে নিখোঁজের বিষয়টি জানিয়েছিল। আমি খোঁজ নিয়েছি। হাজিরা খাতায় উপস্থিতি নেই কিন্তু কিছু ছাত্র ছাত্রী সেদিন তাকে স্কুলে দেখেছে। বোঝা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগেই স্কুল থেকে চলে গেছে মেয়েটি। হয়তো কারো প্রলোভনে পরে কোথাও গেছে। কারন স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে এটা মনে হচ্ছেনা।

নিখোঁজ শিলার নানী বলেন, আমার নাতনী একটি শিশু বাচ্চা। হয়তো কোনো দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে। এতিম অবস্থায় পালিত হওয়া অসহায় মেয়েটিকে আমি ফিরে চাই।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম জানান, সানজিদা আক্তার শিলা নামের মেয়েটির নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তার খোঁজ চলছে। আশা করি দ্রুতই খুজে পাওয়া যাবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT