ঢাকা (রাত ১১:৫১) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ট্রাক সিএনজি সংঘর্ষে পুলিশের এএসআই সহ আহত ৪, চালকসহ ট্রাক আটক

ট্রাক সিএনজি সংঘর্ষে পুলিশের এএসআই সহ আহত ৪, চালকসহ ট্রাক আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০২:৩৯, ২৬ অক্টোবর, ২০১৯

 মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই ও সিএনজির চালকসহ  চার জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক ফখরুল ইসলাম (৪০) কে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) ভোরে কুলাউড়া মৌলভীবাজার সড়কের ব্রাম্মনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, এএসআই এরশাদুল হক(৩৫),কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫),কনস্টেবল সজল মিয়া (৩০),সিএনজির চালক আলআমিন(২৫)। আহতদের সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলাউড়া থানার এএসআই সনক কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে  জানান, রাতে সিএনজি নিয়ে এএসআই এরশাদুল হকের নেতৃত্বে রাতের ডিউটি চলছিল ভোরে ডিউটি শেষে থানায় ফেরার পথে দ্রুতগ্রামী একটি ট্রাক তাদের সিএনজিকে চাপা দিলে সিএনজি চালকসহ তারা চার জন গুরুত্বর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক ফখরুল ইসলামকে আটক করা হয়। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT