টাঙ্গাইলে ব্যবসায়ীদের সুরক্ষায় বণিক সমিতি কর্তৃক বাজারে পাহারা জোরদার
মোঃশাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল শুক্রবার রাত ১১:৫১, ২ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজারের ব্যবসায়ীদের সার্বিক সুরক্ষা ও অপরাধ দমনে বাজারের পাহারাদারি জোরদার করেছে বণিক সমিতি।
চুরি ও অপরাধ মূলক ঘটনা প্রতিহত করতে পুরো বাজারের নতুন পাহারাদার নিয়োজিত করে পাহারাদারের সংখ্যা বৃদ্ধি করেছে সমিতি।
এছাড়াও বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে তাদের পরিচিত করার লক্ষে সমিতি হাতে নিয়েছে এ কার্যক্রম। বর্ধিত বেতন ও সুযোগ সুবিধার আওতায় নিয়োগকৃত নতুন এ কর্মীবাহিনীকে পোশাক, বাঁশি, টর্চ লাইট, প্রদান করা হয়েছে। এদের মধ্যে একটি দল সার্বক্ষণিক তদারকিতে মোবাইল টিম হিসেবে পুরো বাজারে প্রদক্ষিণ করবে।
পাহারাদার ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক পংকজ কুমার সাহা, সদস্য পরিমল সাহা সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ।
এ বিষয়ে নাগরপুর বণিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন জানান, বর্তমান প্রেক্ষাপট ও বণিকদের সুরক্ষায় বাজারে পাহারাদারের সংখ্যা বৃদ্ধি করার পরও পাহারাদার জোরদার করা হয়েছে। ৩০-৪০ বছর বয়সী ১৬ জন পাহারাদার রাত থেকে ভোর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পাহারায় নিয়োজিত থাকবে।