ঢাকা (সকাল ৯:১২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারিদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার।  মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার।  Clock শনিবার বিকেল ০৪:৫৮, ১২ ডিসেম্বর, ২০২০

জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শনিবার ১২ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজারে কর্মরত প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-ও কর্মচারীদের উদ্দোগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, মামুনুর রশীদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শামসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এএসএম আব্দুল ওয়াদুদ, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি, আজিম উদ্দীন সরদার, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের।

প্রতিবাদ সমাবেশে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার ভাস্কর্য অবমাননা ভাংচুরের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে।

বক্তারা এসময় জাতীয়তাবাদের বিকাশ ও বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন।বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর জন্যই একটি গর্বিত জাতি স্বতন্ত্র পরিচয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর দুর্লভ সম্মান পেয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল জাতির পিতার আজীবনের লালিত স্বপ্ন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT