জনবান্ধব মানুষ হিসেবে চেয়ারম্যান প্রার্থী সুমনের খ্যাতি এলাকা জুড়ে
হোসাইন মোহাম্মদ দিদার,দাউদকান্দি,কুমিল্লা
শুক্রবার রাত ১০:৪৮, ৬ মে, ২০২২
উপজেলার বারোপাড়া ইউপি নির্বাচনে একজন হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট তরুণ ব্যবসায়ী সফিউল বাসার সুমন।
বিভিন্ন দুর্যোগ ও বিশেষ করে করোনাকালীন সময়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের প্রচেষ্টায় সহযোগিতা করেছেন। তার মন-মানসিকতা ও স্বভাবসুলভ আচরণে এলাকাবাসি মুগ্ধ।
ইতিমধ্যে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। এবারের নির্বাচন তিনি নৌকা প্রতীক পেতে জোরলবিং তৎপরতা চালাচ্ছেন, মাঠে ময়দানে গণসংযোগে সাড়া ফেলেছেন।
বিভিন্ন শ্রেণির মানুষ মনে করে সুমন একজন যোগ্য ও জনবান্ধব চেয়ারম্যান প্রার্থী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করলে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে।


