ঢাকা (রাত ১১:০০) সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনগনের খোঁজ খবর নিতে একেক শুক্রবার একেক মসজিদে নামাজ আদায় করবো-জুনাইদ চৌধুরী

মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ মোবারক হোসাইন,ধর্মপাশা,সুনামগঞ্জ Clock শুক্রবার রাত ১১:২১, ২৬ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর গ্রামের দক্ষিণ হাটির বাসিন্দা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ বিভক্তি করনের রুপকার ও ধর্মপাশা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মহসিনুল হোসেন চৌধুরী (ওরফে শায়েস্তা মিয়া)এর সুযোগ্য উত্তরসূরী, সিলেট মদন মোহন কলেজের সাবেক ছাত্র নেতা, টি প্লান্টার ও টি ম্যানুফেক্সারার এশিয়া টি এন্ড ট্রেডিং কর্পোরেশন এর কর্ণধার বিশিষ্ট ব্যাবসায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জুনাইদ চৌধুরীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টার দিকে রাজাপুর হুসাইনিয়া মাদ্রাসার মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।পরিচিতি সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রায় ৩ সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহন করে।

৮নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আবু সাইদের সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম দস্তগীরের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করে মাওলানা সোহাইল আহমেদ,বক্তব্য দেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন আনোয়ার,এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য এরশাদুল ইসলাম,বুলবু,সাবেক ইউপি সদস্য আব্দুল করিম,আব্দুল হাশিম,আজীর উদ্দীন,রাজু আহমেদ,রাজাপুর গ্রামের বাসিন্দা, ধন মিয়া,রতন মিয়া,সস্তির মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শুরু হবার আগে রাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগন ও বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের জনসাধারণ জুনাইদ চৌধুরীকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

জুনাইদ চৌধুরী ক্ষোভ প্রকাশ করে তিনি সহ ইউনিয়নের বিভিন্ন জনসাধারণ বর্তমান চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীর দ্বারায় হয়রানির শিকারের কথা উল্লেখ করে বলেন, আমাকে আপনারা চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের কোন প্রয়োজনে বা পরিচয় পত্র,প্রত্তয়ন পত্র দরকার হলে আর আমি যদি এলাকায় না থাকি আপনারা আপনাদের নাম ঠিকানা লিখে আমার অফিসে বা বাসার কারো কাছে রেখে আসবেন আমি এসে আপনাদের বাড়িতে পৌঁছে দিব,আর আপনাদের খোঁজ খবর নিতে সপ্তাহের প্রতি শুক্রবার একেক মসজিদে নামাজ আদায় করে আপনাদের সকল বিষয়ে খোঁজ খবর নিব।

এছাড়াও তিনি আরও বলেন রাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান অনুমোদন করতে যা যা প্রয়োজন হবে ইউনিয়ন বাসীদের সাথে নিয়ে সকল প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করবো এবং বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি এক মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যাবস্থা করার মৌখিক অঙ্গিকার ব্যক্ত করেন।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মাওলানা আবু সাইদের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT