ঢাকা (দুপুর ১২:১০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ছড়া সমাবেশে পরিবেশবিদ মতিন সৈকত-কে টুপটাপ সন্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার বিকেল ০৪:২৫, ১৯ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর টুপটাপ ছড়া সমাবেশ ২০২১ এবং বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু সাহিত্য কেন্দ্রের আয়োজনে ১৭ ডিসেম্বর শুক্রবার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুকিপুর গ্রামে মাসিক ছড়া পত্রিকা টুপটাপ কার্য্যালয়ে স্বরচিত ছড়া পাঠ অনুষ্ঠিত হয়।

টুপটাপ সম্পাদক ছড়াকার ওমর ফারুক নাজমুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক, ছড়াকার, কবি ফারুক নাওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার আহমেদ জসিম, স.ম রেজাউল করিম, পরিবেশিদ মতিন সৈকত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিল্পী গোলাম নবী পান্না ও ছড়াকার খন্দকার আল মামুন।

দেশ বরেণ্য ছড়াকারদের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার সম্প্রসারণে প্রধানমন্ত্রী কর্তৃক দুইবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক অর্জনকারী এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিভাগে সরকারিভাবে ছয়বার শীর্ষস্হান অধিকারী পরিবেশবিদ মতিন সৈকত-কে টুপটাপ সন্মাননা প্রদান করা হয়।

বক্তব্য রাখেন, গীতিকার বাকীউল আলম, মনিরুজ্জামান পলাশ, কামাল হোসাইন, ছড়াকার বদরুল আলম, শরীফ প্রধান। অনুষ্ঠানে বিজয়ের স্বরচিত লেখা পাঠ করেন, কবি দেওয়ান আজিজ, চানমিয়া চান্দু, আমিনুল ইসলাম মামুন, মাহমুদ বিক্রম, আমিনুল সাহা, রফিক উমর, আতিক রহমান, লুৎফর রহমান, , খৈয়াম আজাদ, প্রকাশক আরিফ নজরুল, আশিক মুস্তাফা, সুপান্থ মিজান, কবি নজরুল ইসলাম নঈম, ইউসুফ মোহাম্মদ নাছির, সিয়াম আনোয়ার, মো. সবুজ মিয়া, খন্দকার হুমাঈদ, অ্যাড, নুরুননবী আহাম্মেদ, অ্যাড. রাসেল রাফী ও ডাঃ নাঈম প্রধান প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT