ঢাকা (দুপুর ২:২৬) রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

চট্টগ্রামে রাস্তায় বাস উল্টে প্রাণ গেলো দুই তরুণের

তহিদুল ইসলাম রাসেল,চট্টগ্রাম তহিদুল ইসলাম রাসেল,চট্টগ্রাম Clock বুধবার রাত ১১:২৮, ৪ মে, ২০২২

চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মীরসরাইয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৪ মে) সকালে মীরসরাই উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শান্ত আচার্য (২৩) ও মো. ফয়সল (১৯)। শান্তর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফফরাবাদ গ্রামে। তার বাবার নাম স্বপন আচার্য আর ফয়সল কুমিল্লার দাউদকান্দি উপজেলার হুমায়ুন কবিরের ছেলে।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এএসআই জাকির হোসেন জানান, স্বাধীন বাংলা পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়া দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে, তাদের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। চারজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT