ঢাকা (রাত ৮:০৯) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গ্রীষ্মের খরতাপ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার দুপুর ০৩:৩৫, ২৪ মে, ২০২১

গরম

মোঃ বুলবুল হোসেন

 

যায় না থাকা ঘরের ভিতর

ছুটে চলি বাহিরে,

গাছের আজ পাতা নড়ে না 

আরাম কোথাও নাইরে।

 

মানুষ গুলো দাঁড়িয়ে যায় 

বিচুন হাতে নিয়া,

কেমন করে চলবে জীবন

 গরম পাড়ি দিয়া।

 

ছায়ার মাঝে ঘামে ভিজে

 বলবো কাকে গিয়া,

আমার মতো সবার জীবন

 রোদের ভিতর দিয়া।

 

সবার মুখে একই কথা 

গরমে যাবো মরে,

প্রভু তুমি রক্ষা করো 

এই জগতের পরে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT