ঢাকা (বিকাল ৫:১৬) রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গ্যাসের দাম সমন্বয়ে বিইআরসির কমিটির কার্যক্রম স্থগিত

বাংলাদেশ সংবাদ Source তথ্যসূত্রঃ https://www.kalerkantho.com/online/national/2022/10/31/1198776 ২১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪৫, ৩১ অক্টোবর, ২০২২

খুচরা ও পাইকারি পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার সমন্বয়ে সুপারিশ করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গঠিত কমিটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই কমিটি গঠনে বিইআরসির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে রুলও জারি করেছেন।

কমিটি গঠনের এখতিয়ার চ্যালেঞ্জ করা রিটে প্রাথমিক শুনানির পর আজ সোমবার এ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

আদেশের পর আইনজীবী জ্যেতির্ময় সাংবাদিকদের বলেন, ‘আইন অনুযায়ী গণশুনানি করে ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর কথা। কিন্তু গণশুনানির পর দাম সমন্বয় করার জন্য বিইআরসি এ কমিটি গঠন করেছে। আইন অনুযায়ী এ কমিটি গঠনের এখতিয়ার বিইআরসির নেই। কমিটি গঠন সংশ্লিষ্ট আইনের স্পষ্ট ব্যত্যয়। যে কারণে এই কমিটি গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়। আদালত সেটির শুনানি নিয়ে রুলসহ আদেশ দিয়েছেন। ’

গত ৪ জুন এ আদেশে এই কমিটি গঠন করে বিইআরসি। এই কমিটি গঠনের কারণ উল্লেখ করে সে আদেশে বলা হয়, ষাণ্মাসিক ভিত্তিতে শুনানি অন্তে সমন্বয় করার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হলো।

কমিটির আহ্বায়ক করা হয় বিইআরসি পরিচালককে (পেট্রোলিয়াম)। আর উপপরিচালককে (ট্যারিফ) করা হয় কমিটির সদস্যসচিব।

এ ছাড়া বিইআরসির পরিচালক (বিদ্যুৎ), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধি, পেট্রোবাংলার প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও বিইআরসির সহকারী পরিচালককে (ট্যারিফ) সদস্য রাখা হয়েছে কমিটিতে।

কমিটির কার্যপরিধি উল্লেখ করে আদেশে বলা হয়, এ কমিটি কমিশন কর্তৃক নির্ধারিত কার্যপরিধি অনুসারে পেট্রোবাংলা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের ভারিত গড় মূল্যহার এবং ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যহার সমন্বয় সংক্রান্ত সুপারিশ সংবলিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে।

পরে গত ১২ সেপ্টেম্বর ক্যাবের পক্ষে রিটটি করেন স্থপতি মোবাশ্বের হোসেন।

পাইকারি মূল্যের সঙ্গে সমন্বয় করে খুচরা পর্যায়ে (গণপরিবহনের সিএনজি ছাড়া) সব স্তরেই গ্যাসের মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের ৫ জুন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু ফারুক এ ঘোষণা দেন। সে ঘোষণায় পাইপলাইনের গ্যাসের পাইকারি মূল্য ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানো হয়। খুচরা পর্যায়ে সার কারখানার গ্যাসের দাম বাড়ানো হয় ২৬০ শতাংশ। আর গৃহস্থালির প্রি-পেইড মিটার গ্রাহক স্তরে দাম বাড়ানো হয় ৪২ দশমিক ৪৩ শতাংশ। সেই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য (সরকারি, আইপিপি ও রেন্টাল) গ্যাসের দাম বাড়ানো হয় ১২ দশমিক ৮০ শতাংশ। আর ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের দাম বাড়ানো হয় ১৫ দশমিক ৫২ শতাংশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT