ঢাকা (রাত ২:৫৪) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে হত্যা মামলায় এক ইউপি চেয়ারম্যান কারাগারে

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার ১২:৪১, ২২ জুলাই, ২০২২

বৃহস্পতিবার (২১ জুলাই) উচ্চ আদালত থেকে নেয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে, ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে হাজির হলে, জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

হত্যা মামলায় কারাগারে পাঠানো ওই চেয়ারম্যানের নাম মো: জায়েদুর রহমান। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

জানা যায়, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জায়েদুর রহমান জামিন আবেদন করলে, বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, জায়েদুর রহমান উচ্চ-আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে, বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২ জুন সন্ধ্যার পর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে খাট তৈরীর মজুরী নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ সংর্ঘর্ষে গুরুতর আহত আবুল কালাম (৫৫)-কে মূমুর্ষবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর দিন নিহতের ভাতিজা শেখ হালিম বাদী হয়ে, গৌরীপুর থানায় অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমানসহ ২৩ জন ও অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT